স্বপ্নভূমি ডেস্ক : যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের মুরগি ব্যবসায়ী আবু বক্কার হত্যা মামলায় আটক দম্পতি নির্মল কুমার সরকার ও তার স্ত্রী স্বরসতী সরকারের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩ আগস্ট) যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত আবু বক্কার তার বাড়িতে মুরগির খামার করতেন। গত মে মাসে অভিযুক্ত দম্পতি তার কাছ থেকে বাকিতে নয়শ’ টাকার তিনটি মুরগি কেনেন। পরে পাওনা টাকা চাইতে গেলে তারা ঘুরাতে থাকেন।
গত ২২ জুলাই আবু বক্কার পাওনা টাকা চাইতে অভিযুক্তদের বাড়িতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে নির্মল ও স্বরসতী সরকার বাঁশের লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।